বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিশ্ব সমাজকর্ম দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সামাজিকদের গুরুত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩০ আগস্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, এনজিও কর্মী ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২৫ জন রোগীর মাঝে ৫০,০০০/= টাকা করে মোট ১২,৫০,০০০/= টাকা এবং বিভিন্ন রোগে আক্রান্ত ১৭জন রোগীর মাঝে ৬৬,০০০/= টাকার চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজা-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।