বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন বইয়ের মোড়ক উন্মোচন ও গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ আগষ্ট সোমবার বেলা ১১ টায় বেসরকারি প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন বইয়ের মোড়ক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসাইন মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর প্রমুখ। গবেষণার ফলাফল উপস্থাপন করেন বারসিকের পরিচালক ও গবেষক পাভেল পার্থ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিয়াজু অফিসার গাজী আল ইমরান।