স্টাফ রিপোর্টার ঃ আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে শ্যামনগর উপজেলার বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার দুপুরের শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওয়েলফেয়ার সোসাইটির জেলা সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আলহাজ্ব হাসান সিদ্দিকি লাভুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জিয়াউর রহমান, সদর হাসপাতালের সহকারী সার্জন ডাঃ মুশফিকুর রহমান, ওয়েলফেয়ার সোসাইটির বিভাগীয় সাধারন সম্পাদক গ্রাম ডাঃ শেখ মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম ডাঃ আমিনুর রহমান, গ্রাম ডাঃ আব্দুল মোমিন, গ্রাম ডাঃ মিলন কুমার ঘোষ, গ্রাম ডাঃ মাসুম বিলাহ, গ্রাম ডাঃ রফিকুল ইসলাম, গ্রাম ডাঃ আব্দুল হান্নান। এছাড়া ওয়েলফেয়ার সোসাইটির জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম ডাঃ সালাউদ্দিন। সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে গ্রাম ডাঃ রবিউল ইসলামকে সভাপতি ও গ্রাম ডাঃ আব্দুস শুকুর কে সাধারন সম্পাদক করে শ্যামনগর উপজেলা ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।