রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্র্যান্ডহোম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ইনজুরির কারণে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে তিন ফর্মেটে মোট ১১৫টি ম্যাচ খেলেছেন এ তরকা অলরাউন্ডার। ইনজুরি এবং তিন ফরম্যাটে জাতীয় দলের খেলাটা কঠিন হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেন, ‘আমি মেনে নিচ্ছি, আমার বয়স কমছে না। বিশেষ করে ইনজুরির কারণে অনুশীলন করা দিন-দিন কঠিন হয়ে যাচ্ছে। এ ছাড়া আমার একটি পরিবার আছে এবং ক্রিকেট পরবর্তী জীবনট নিয়ে ভাবতে চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ এসব নিয়ে ভেবেই আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘২০১২ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমি অনেক বেশি ভাগ্যবান। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত। কিন্তু আমি মনে করি শেষ করার এটাই সঠিক সময়।’ জিম্বাবুয়েতে জন্মগ্রহণকারী গ্র্যান্ডহোম ২০০৬ সালে জন্মভুমি ত্যাগ করে নিউজিল্যান্ডে পাড়ি জমান। ২০১২ সালে জন্মভুমি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ঘটে। এরপর ওয়ানডে অভিষেকও হয় তার। ২০১৬ সালে হয় টেস্ট অভিষেক। অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে বল হাতে ৪১ রানে ৬ উইকেটসহ ২৯ ম্যাচের ক্যারিয়ারে ৪৯ উইকেট শিকার করেন গ্র্যান্ডহোম। লংগার ভার্সনে ব্যাট হাতে তার মোট রান ১৪৩২। যা মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। এ বছরের জুন মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন এ অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটে ৪৫ ম্যাচে ব্যাট হাতে ১০৬ দশমিক ১৫ স্ট্রাইক রেটে ৭৪২ রান এবং বল হাতে ৩০ উইকেট ঝুলিতে রয়েছে গ্র্যান্ডহোমের। ২০২১ সালে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করা নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন গ্র্যান্ডহোম। ২০১৯ ওয়ানডে বিশ^কাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড দলেও ছিলেন তিনি। তবে ঐ আসরে শিরোপার স্বাদ নিতে পারেনি কিউইরা। মাত্র তিন দিন আগে বিগ ব্যাশের ড্রাফটে গ্র্যান্ডহোমকে দলে নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। এতে অবাকই হয়েছিলো এনজেডসি। কারণ বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্বেও, বোর্ডকে বিগ ব্যাশে খেলার বিষয়ে কিছুই জানাননি গ্র্যান্ডহোম। পরে এনজেডসি জানিয়েছিলো, গ্র্যান্ডহোমের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করবে। কিন্তু গ্র্যান্ডহোমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের খবর দিলো এনজেডসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com