আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ট্রাক্টরের হাইড্রোলিকে চাপায় এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টাযর দিকে চাপড়া ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহত নাহিদ(১৮) উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। নদী খননের পর মাটি বাহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরের হাইড্রোলিকের ডালা উঠিয়ে ট্রাক্টর পরিষ্কার করার সময় হাইড্রোলিক নেমে এসে তার মাথা আটকে যাওয়ায় ঘটনাস্থানেই তার মৃত হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটি এখনো হাসপাতালে আছে। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।