কালিগঞ্জ প্রতিনিধি\ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস চাউল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভাড়াশিমলা ইউনিয়নে উপজেলা রাজস্ব অফিস সংলগ্ন সার্জিক্যাল মোড়ে ওএমএস চাউল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুর রহমানের সার্বিক ব্যবস্থপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার ওসি হালিমুর রহমান বাবু, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, আব্দুল খালেক, শেখ মকবুল হোসেন, আব্দুস সাত্তার, সংরক্ষিত সদস্য মনোয়ারা বেগম ও দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ।