মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকাল সাড়ে ১০টার উপজেলার উজয়মারী এলাকায় বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজায়মারী গ্রামের শাহাজান কারিগরের ছেলে মিন্টু কারিকর (২৩) ও একই এলাকার শাহিনুর ইসলামের ছেলে সুমন হাসান (১৯)। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উজয়মারী এলাকায় অভিযান চালিয়ে ৩’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিন্টু কারিকরকে আটক করা হয়। অপরদিকে সকাল ১০টার দিকে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ সুমন হাসানকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সাক্ষ্য প্রমাণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিন্টু কারিকরকে ২ বছর ও সুমন হাসানকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবং আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।