মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার অন্তর্গত ৭ ইউনিয়ন যুবলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। বিলুপ্ত করা কমিটিগুলো- ভাড়াশিমলা, তারালী, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, মথুরেশপুর, মৌতলা ও কৃষ্ণনগর ইউনিয়ন শাখা। বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের নির্দেশে সাতক্ষীরা জেলা যুবলীগের পরামর্শে কালিগঞ্জ উপজেলা যুবলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গুলো বিলুপ্ত করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামি ৭ কার্য দিবসের মধ্যে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বরাবর আগামি দিনের কমিটিতে নেতৃত্বে দেওয়ার ইচ্ছুক তাদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ায় জন্য নির্দেশনা প্রদান করা হয়।