বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক হয়েছে। থানার উপ-পরিদর্শক নকীব পান্নু জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপ-পরিদর্শক মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় এলাকায় জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের মৃত আলম শাহাজী’র ছেলে হান্নান শাহাজী (৩৫), একই এলাকার মনসুর আলীর ছেলে নুরুল আমিন (৪৩), নুর ইসলামের ছেলে ইসমাইল মোলা (২৪), মৃত শেখ আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫৫), মৃত জাহেদ আলীর ছেলে আলিম শাহাজী (৫৫), মৃত সৈয়দ আলীর ছেলে শেখ হযরত আলী (৫৭), মথুরেশপুর ইউনিয়নের নিজদেরপুর গ্রামের মুজিবুর কারিকর ছেলে মনির হোসেন (২৮) ও মৃত ইসমাইল তরফদারের ছেলে মোস্তফা তরফদারকে (৪৪) আটক করে। এ সময় ঘটনাস্থান থেকে ৩ হাজার ৪শ’ ৩ টাকা, জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।