বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

বঙ্গোপসাগরে মাছ শিকার, ৩১ ভারতীয় জেলে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় দুটি ট্রলারসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড সূত্র জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী ভারতীয় ট্রলার দুটি আটক করে। এ সময় ট্রলারে থাকা ৩১ জন ভারতীয় জেলেকেও আটক করা হয়। সূত্র আরও জানায়, ভারতীয় জেলেরা কোস্ট গার্ডের জাহাজ দেখামাত্র দ্রুত ট্রলার চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোস্ট গার্ডের জাহাজ মনসুর ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। বঙ্গোপসাগর থেকে আটক করা এ ট্রলার ও জেলেদের গতকাল বৃহস্পতবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরর আনা হয়। পরে বিকেলে মোংলা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে কোস্ট গার্ড। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুণ্ঠন আইনে মামলা দিয়ে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com