স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল আশাশুনি উপজেলার রামনগর ও খাসবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করলেন। প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অত্যন্ত মমতা আর আন্তরিকতার সাথে শিখন ও পাঠদান করেন। তিনি এ সময় শিক্ষার্থীদের নৈতিকতা, সত্যবাদিতা, নিয়মিত বিদ্যালয়ে আগমন, স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে আলোকপাত করেন। পাঠদান শেষে শিক্ষকদের সাথে মত বিনিময় কালে বিদ্যুতের অপচয়রোধ ও কৃচ্ছতা সাধনে সতর্ক হওয়ার তাগিদ দেন। সাবলিল পাঠদান, শিখন ঘাটতিতে সাপ্তাহিক মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষনে সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের নতুন ভবন ও অতিরিক্ত শ্রেনি কক্ষের প্রয়োজনীয়তা জানিয়ে অধিদপ্তরকে পত্র লেখার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে তাগিদ দেন। পরিদর্শন ও মত বিনিময় কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, প্রধান শিক্ষক যথাক্রমে ছাব্বির আহম্মদ ও আব্দুস সাত্তার সহ সহকারী শিক্ষক বৃন্দ।