এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়ন এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী এর ৪১তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন ও আরবিজি কোম্পানীর আয়োজনে সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল, দোয়া, পতাকা উত্তোলন, বিশেষ গার্ড সালামী, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ এবং ভলিবল খেলা এর মাধ্যমে অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ পিএসসি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাছান হাফিজুল হক পিএসসি, লেঃ কমান্ডার সৈয়দ আব্দুল রউফ, (ট্যাজ), বিসিজিএম, পিসিজিএম, বিএন ওসি আরবিজি কোম্পানী কর্মকর্তা বৃন্দ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ সহ অন্যান্য সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মিলিতভাবে সম্পন্ন হওয়ায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন ও রিভারাইন বিজিবির অধিনায়কের পক্ষ থেকে প্রীতিভোজের মাধ্যমে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।