এফএনএস বিদেশ : সৌদিতে চার কোটি ৭০ লাখ অ্যাম্ফিটামিন ট্যাবলেট পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির কর্মকর্তারা। সংবাদ সংস্থা জাস্ট আর্থের এক প্রতিবেদনে এটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মাদক পাচার অভিযান হিসেবে বলা হয়েছে। এ ঘটনায় ওই মাদকসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত বুধবার অভিযান চালিয়ে দুই পাকিস্তানি ও ছয় সিরিয়ার নাগরিককে গ্রেফতার করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, ময়দার চালানে লুকানো অ্যাম্ফিটামিন ট্যাবলেটগুলো জব্দ করা হয়। ওই ট্যাবলেটগুলো রিয়াদের একটি বন্দরে পৌঁছায়। এরপর সেখান থেকে একটি গুদামে নিয়ে যাওয়া হয়। সৌদি জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিক্স কন্ট্রোলের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সৌদি আরবে এটি সবচেয়ে বড় মাদক পাচার। একইসঙ্গে এটি ছিলো সৌদি আরবের সবচেয়ে বড় মাদক পাচার অভিযান। তবে ট্যাবলেটগুলো ক্যাপ্টাগন ছিলো কিনা তা ওই প্রতিবেদনে উলেখ করা হয়নি। স¤প্রতি মধ্যপ্রাচ্যজুড়ে অ্যাম্ফিটামিনের প্রভাব ব্যাপক হারে বেড়েছে। তবে মাদকগুলো কোথা থেকে এসেছে তা স্পষ্ট করে জানানো হয়নি। ক্যাপ্টাগন ট্যাবলেটগুলো প্রধানত সিরিয়ায় উৎপাদিত হয়। এরপর উপসাগর অঞ্চলের দেশগুলোতে পাচার করা হয়। এরমধ্যে সৌদি আরবে ক্যাপ্টাগনের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে।