মোঃ মাসুদ রায়হান \ কেশবপুর উপজেলার আগরহাটী কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়ন কাজ ভারতভায়না গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছোট পূত্র ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যার সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে। ঈদগাহ পচিালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য আবু জাহিদ খানের পরিচালনায় শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসাবে আগরহাটী কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়ন কাজ উদ্বোধন করেন ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগরহাটী কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শওকত আলী গোলদার, সহ-সভাপতি রাজ্জাক গোলদার, মোশারফ হোসেন মোল্যা, মজিবুর রহমান বিশ্বাস, আগরহাটী কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ বি এম ফিরোজ আক্তার, ইনামূল গোলদার, আলমগীর শেখ, আলোম ফকির, শান্ত গোলদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওঃ রহমাতুলাহ।