বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর কেন্দ্রীয় গোরস্থান উদ্বোধন করা হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার আসর নামাজ বাদ বিকেল ৫টায় প্রবাসী মোঃ আমিনুর রহমান, বহিরাগত চাকরিজীবী ব্যক্তিবর্গ ও অত্র এলাকার মানুষের সহযোগিতায় নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের দক্ষিণ পাশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও মুসলিবৃন্দের উপস্থিতিতে গরিব অসহায় ও দুস্থ পরিবার এবং সর্বস্তরের জনসাধারণের জন্য (পাবলিক) গোরস্থান স্থাপন করা হয়। গোরস্থান স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি অবসরপ্রাপ্ত সচিব মোঃ আব্দুস সোবাহান, মোঃ কুদ্দুস গাজী, আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু, জিএম আবু ইউসুফ, মোঃ মমিন আলী, মতিয়ার রহমান, আব্দুল আজিজ, আবুল কাশেম, নওশের আলী সরদার, মাওঃ আব্দুর রহিম, রমজান আলী, ব্যাংকার আমিনুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক মোঃ শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল মজিদ।