স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পলাশপোল মহাশশ্মান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকালে শহরের কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরে মহাশশ্মান ও মন্দির কমিটির সভাপতি গৌরদত্তের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শংকর রায়, সাধারন সম্পাদক তপন হালদার, মনোরঞ্জন কর্মকার অসিত মলিক, এড. রঘুনাথমন্ডল, অধ্যাপক ভূধর চন্দ্র, ডা: নারায়ন প্রসাদ স্যানাল, বলয় দে, কিরন্ময় সরকার, সহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ভূধর সরকার সভাপতি, তপন হালদার সাধারন সম্পাদক ও মাধব চন্দ্র গাইন কে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করা হয়েছে।