বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে এসএসিপি প্রকল্পের চাষীদের সাথে মতবিনিময় ও ফলের চারা বিতরণ করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ভাড়াশিমলা এলাকায় প্রকল্প পরিদর্শনকালে এসব কার্যক্রম সম্পন্ন করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী এবং ঢাকা পরিবহন সমন্বয় কতৃপক্ষের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক সাবিনা পারভীন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (পরিকল্পনা ও ম‚ল্যায়ন) ড. অপ‚র্ব কান্তি চৌধুরী, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফজলুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রমুখ। এ সময় কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।