এফএনএস স্পোর্টস: তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। টাউন্সভিলির টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে জিতেছে তারা। অস্ট্রেলিয়ার দেওয়া ১৪২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে পৌঁছেছে ৩৯ ওভারে। উইকেটরক্ষক-ব্যাটার রেগিস চাকাভা ৭২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার মারুমানি খেলেছেন ৩৫ রানের ইনিংস। এ ছাড়া কাইতানো ১৯, টনি মুনিয়োঙ্গা ১৭ ও রায়ান বার্ল ১১ রান করেন। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৩টি উইকেট পান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ৯৪ রানই এসেছে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ৯৬ বলে দুটি ছক্কা ও ১৪টি চার মারেন এই বাঁহাতি। ২২ বলে ১৯ রান করেছেন গেøন ম্যাক্সওয়েল। এই দুজন ছাড়া আর কোনো অজি ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। এক পর্যায়ে ৫ উইকেটে ১২৯ রান ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ‘পার্ট-টাইম’ বোলার রায়ান বার্লের ঘূর্ণিতে ১২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৩ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বার্ল। ব্র্যাড ইভান্সের শিকার ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন বার্ল ও সিরিজসেরা হয়েছেন অ্যাডাম জাম্পা।