বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

মার্কিন দুই ড্রোন আটকে রাখল ইরান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন লোহিত সাগর এলাকায় ঘণ্টাখানেক আটকে রেখেছে বলে দাবি করেছে ইরান। গত শুক্রবার স্থানীয় সময় গত শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই সপ্তাহে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। আলজাজিরা জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহরের মুখপাত্র টিমোথি হকিন্স গত শুক্রবার এপি’র সঙ্গে আলাপকালে বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ইরানের দাবি, ড্রোনগুলো ইরানের সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। লোহিত সাগরে দেশটির নৌবাহিনীর সদস্যরা এগুলো জব্দ করে। এর কয়েক ঘণ্টার মাথায় সেগুলো ছেড়ে দেওয়া হয়। ইরানের নৌবাহিনী জানিয়েছে, লোহিত সাগরে ইরানের নিয়মিত টহল যুক্তরাষ্ট্রের একাধিক ‘গোয়েন্দা ড্রোনের’ মুখোমুখি হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে ইরানি ডেস্ট্রয়ার থেকে সমুদ্র ড্রোনগুলো পরিচালনাকারী মার্কিন কর্তৃপক্ষকে তাদের ড্রোনের গতিপথ পরিবর্তন করার আহŸান জানানো হয়। তাদের কোনো সাড়া না পেয়ে তেহরান দুই ড্রোন আটক করে। এরপর নৌ রুট বিপদমুক্ত রাখার লক্ষ্যে ড্রোন দুটিকে একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর ইরানের ডেস্ট্রয়ার থেকে মার্কিন কর্তৃপক্ষকে সমুদ্র জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে আরো বেশি মনযোগী হওয়ার আহŸান জানানো হয়। সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com