তালা প্রতিনিধি \ জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) তালা উপজেলা শাখার বর্ধিত সভা শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে তালা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জাসদ’র সভাপতি বিশ্বাস আবুল কাশেম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জাসদ’র কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন. সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক শেখ জাকির হোসেন, জেলা যুব জোটের সাধারন সম্পাদক মিলন ঘোষাল এবং জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা সভাপতি এস. এম. আব্দুল আলীম। উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক ডা. প্রশান্ত কুমার দাশ’র পরিচালনায় এসময় তালা উপজেলা জাসদ নেতা পলাশ ব্যানার্জ্জী এবং পাষ্টর অমল সরকার সহ উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। সভায়. আগামী ৩০ অক্টোবর জাসদের সুবর্ণ জয়ন্তী উৎসবমূখর পরিবেশে উদযাপন, আগামী সংসদ নির্বাচনে দলীয় ভাবে অংশগ্রহন করা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তালা উপজেলার ১২টি ইউনিয়নে সমাবেশ করা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।