শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা দেশের দুই সমুদ্রবন্দরে চালু হচ্ছে কনটেইনারবাহী জাহাজ চলাচল আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু রোববার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন চার নারী খেলোয়াড় দেবহাটার ঘরে ঘরে ছাগল পালন বাণিজ্যিক ভাবে চলছে চাষ \ খামার দেখভালে এগিয়ে মা বোনেরা শ্যামনগরে পরীক্ষায় নকলের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার দায়িত্বহীনতায় ১২ শিক্ষক অব্যাহতি মাহফিলের টাকা গ্রহণ করে বক্তা না আসায় আদালতে মামলা

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আফগান যুবারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: যুব বিশ্বকাপ ২০২২ এর সুপার লিগ কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে আফগানিস্তান যুবারা। বার বার মোড় পাল্টানো ম্যাচটিতে মাত্র ৪ রানে জিতে দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলবেন রশিদ-নবীদের উত্তরসুরীরা। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানেই অলআউট হয় আফগানিস্তান। জবাবে লঙ্কানরা গুটিয়ে যায় ১৩০ রানেই। লক্ষ্যটা খুব বেশি না হলেও রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো পড়তে থাকে লঙ্কানদের উইকেট। প্রথম ৭ ব্যাটারের মধ্যে ওপেনার চামিন্দুর ১৬ রান ছাড়া কেউই ৫ রানের ঘরও ছুঁতে পারেনি। ফলে ৪৭ রানেই ৭ উইকেট হারায় ধুঁকতে থাকে লঙ্কানরা। যেখানে ৩ জনই হন রান আউট। তখন মনে হচ্ছিল হয়ত সহজেই জয় পাবে আফগানিস্তান। সেই ধারণা ভুল প্রমাণ করে জুটি গড়ে লঙ্কানদের জয়ের আশা জাগান অধিনায়ক দানিথ ওয়াল­ালাগে ও ডি সিলভা। দুজনে গড়েন ৬৯ রানের দারুণ জুটি। সেই সময় মনে হচ্ছিল জয় পাবে লঙ্কানরা। কিন্তু দলীয় ১১২ রানে লঙ্কান অধিনায়ককে ৩৪ রানে ফিরিয়ে আবারো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আফগানরা। ৪ রান বাদেই ফেরেন সিলভাও। ফলে শেষ উইকেটে লঙ্কানদের দরকার পড়ে ১৯ রানের। লেজের ব্যাটার রানপল ও ম্যাথিউয়ের ব্যাটে আবারো আশা দেখতে থাকে লঙ্কানরা। যখন সমীকরন দাঁড়ায় ৩০ বলে ১১ রানের সেই ওভারেই দুই বলে ২ ও ৪ হাঁকিয়ে সমীকরণ সহজ করেন রানপল। কিন্তু জিততে যখন ৪ রান তখনই ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন ম্যাথিউ। এতেই জয়ের আনন্দে মাতে আফগানরা। মুলত ৪ রান আউটেই ম্যাচ হেরে যায় লঙ্কানরা। এর আগে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আবদুল হাদি। এছাড়াও নুর আহমেদ করেন ৩০ রান। এ ছাড়া ২০ এর ঘর পার করতে পেরেছেন কেবল একজন। লঙ্কানদের হয়ে ৫ উইকেট নেন রানপল। এছাড়াও অধিনায়ক ওয়াল­াগে নেন ৩ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com