বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জনমহলের সমস্যা ও হালনাগাদ জেলে তালিকা প্রণয়ন ও ইউনিয়ন টাক্সফোর্স কমিটি কার্যকর করা সহ ১০ দফা দাবিতে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ৩ আগস্ট রবিবার সকাল ১০ টায় উত্তরণ আমার প্রকল্পের আয়োজনে এবং উপজেলা মৎস্যজীবী সংগঠন ও বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে উপজেলা মৎস্যজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মৎস্যজীবী জেলেদের উপস্থিতিতে সাংবাদিক জিএম আকবর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মৎজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোলা রফিকুল ইসলাম। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ। এসময় তিনি সংবাদ সম্মেলনে জলমহলের এস এ ম্যাপ অনুযায়ী জলমহলের সীমানা নির্ধারণ, প্রভাবশালীদের কবল থেকে জলমহলগুলো উদ্ধার, ভরাট জলমহল গুলো খনন করা এবং নিষিদ্ধকালীন সময়ের বিরত থাকা সমুদ্রগামী জেলেদের হালনাগাদ তালিকা প্রণয়ন এবং ওই সময়ে জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে ইউনিয়ন টাস্কফোর্স কমিটিকে পুরোপুরি কার্যকর করা এবং সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সমুদ্রে মৎস্য আহরণের জন্য টলারের পারমিশন দেওয়ার সহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দাফা দাবি তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তরণ আমার প্রকল্পের প্রকল্প অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উত্তরণ শ্যামনগর শাখার ম্যানেজার মোঃ আমিনুর রহমান, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জিএম মনসুর আলম, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, আমার প্রকল্পের মাঠ সহকারি নুরজাহান সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি-সম্পাদক এবং জাতীয় ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।