ঢাকা ব্যুরো \ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার নয়াদিলি যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা কাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিলির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তাদের স্বাগত জানাবেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। এ ছাড়াও সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন মন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সরকারের শীর্ষ পর্যায়ের একদল প্রতিনিধি। থাকবেন ব্যবসায়ীদের প্রতিনিধিরাও।