স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে গতকাল কলেজ মিলনায়তনে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ হুমায়ুন কবির। অধ্যক্ষ মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে উক্ত অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান সহ শিক্ষক ও অভিভাবকরা। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমান অধ্যক্ষের নেতৃত্বে অধিকতর উচ্চতায় পৌছেছে এমন মন্তব্য করেন অভিভাবকরা। প্রধান অতিথি ও পরিচালনা পর্ষদ র্সভাপতি উপস্থিত অভিভাবক, শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আমরা আমাদের সর্বাত্মক সেবা, আন্তরিকতা এবং দায়িত্বপালনে অতি দায়িত্বশীল থাকতে যেন সামান্যতম কৃপনতা না করি। পরিচালনা পর্ষদ সহ আগত অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ জেসমিন জাহান।