শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

পাইকগাছায় পাট বিক্রি করে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধ আঃ হাকিমের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় পাট বিক্রি করে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধ আঃ হাকিম(৭০) এর । দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেলো তার। সে উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত্যু মাদার গাজীর ছেলে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া কপোতাক্ষ ব্রিজ সড়কের তাজউদ্দীন বাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতের ছেলে শাহিনুর গাজী জানান, আমার পিতা সকালে বিক্রি করা পাট ওজন করে দেয়ার জন্য বাইসাইকেলে রবিবার সকাল ৯ টার দিকে বোয়ালিয়ার মোড়ে যাচ্ছিলো। এমন সময় একই এলাকার কোনা গাজীর ছেলে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে পিচন দিক থেকে ধাক্কা দেয়। তখন বাইসাইকেল সহ পড়ে মাথা ফেটে কান মুখ দিয়ে রক্ত বের হয়। তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার রোগীটি হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com