বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রবিবার সকাল ১০ টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, আগারগাঁও, শেরে-বাংলা নগর, ঢাকার সার্বিক সহযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক বক্তৃতা, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসাপাতালের পরিচালক ডাঃ আকছেদুর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ,নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমানসহ শিক্ষক মিজানুর রহমান, হাফেজ আল-মামুন, সিদ্ধার্থ রায় চৌধুরী, মাহবুবর রহমান, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, আবুল কালাম বিন আকবর, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পদ্মা সেতু ও প্রযুক্তি নির্ভরতা, শিক্ষা ক্রেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ, জ¦ালনী সাশ্রয়ে বিকল্প শক্তির অনুসন্ধান ও আমাদের করনীয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনীক সভ্যতা বিকাশে বিজ্ঞানের অবদান, শিক্ষা ক্রেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগসহ বিভিন্ন বিয়য়ে শিক্ষার্থীদের বক্তব্য প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা হয়।