বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কাজে ব্যবহারের জন্য ২ টা ডেক্সটপ কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী উপজেলা পরিষদের অফিস সহকারি (সিএ) মোঃ আকবর হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারি মোঃ সেলিম হোসেনের নিকট প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।