এফএনএস বিদেশ : ভারতের রাজ্য গোয়ায় তৃণমূল জোট গঠনের প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয়নি কংগ্রেস। আর নির্বাচনের পরও তৃণমূলের সঙ্গে জোট করার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন রাহুল গান্ধী। গতকাল শনিবার গোয়ায় তৃণমূলের সঙ্গে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে রাহুল এ তথ্য জানান। খবর আনন্দবাজার পত্রিকার। কংগ্রেসের এ নেতা বলেন, কংগ্রেস একাই গোয়া বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে। গোয়া বিধানসভায় তৃণমূল, আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস নির্বাচনের মাঠে থাকবে। এর মধ্যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ঠিকমতো লড়াই করছে না বলেই তৃণমূল সেখানে মাঠে নামে এবং কংগ্রেস থেকে বহু নেতাকে দলে আনা হয়। পরে আবার কংগ্রেসের সঙ্গে জোট করার প্রস্তাব পাঠায় তৃণমূল। কিন্তু তাতে সাড়া মেলেনি। এমন পরিস্থিতি গোয়া সফর করছেন রাহুল গান্ধী। ভোটের পরে আসন কম হলে কংগ্রেস কি তৃণমূল, আপ-এর সাহায্য নেবে? জবাবে রাহুল বলেন, সংখ্যাগরিষ্ঠতার জন্য কংগ্রেসের কারও সাহায্যের দরকার হবে না। আমরা স্বচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতব। ৪০ আসনের গোয়া বিধানসভার ভোটগ্রহণ আগামী সোমবার। পাঁচ বছর আগে কংগ্রেস গোয়ায় বেশি আসন জিতলেও সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গড়তে পারেনি। বিজেপি কম আসনে জিতেও সরকার তৈরি করে ফেলে।