মীর আবু বকর \ বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু, বৃক্ষর জন্য মানুষ সুস্থ ভাবে বেঁচে আছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। আমাদের চারপাশ সবুজ বৃক্ষে ভরিয়ে তুলতে হবে। গাছ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। সাতক্ষীরা নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান গতকাল বেলা ১২টায় পুলিশ লাইন্স মাঠে বৃক্ষ রোপন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা কোথাও একখণ্ড জমি ফেলে রাখা যাবে না। প্রতিটা মানুষকে কমপক্ষে ১০টি করে বৃক্ষরোপণ করা উচিত। আপনি নিজে বৃক্ষরোপন করুন অপরকে বৃক্ষ রোপনের জন্য উৎসাহিত করুন। আপনি যেকোনো বৃক্ষরোপন করতে পারেন। তবে বেশি করে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপনের চেষ্টা করবেন। পর্যায়ক্রমে সকল থানা ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার প্রশাসন মোঃ সজিব খান, অতিঃ পুলিশ সুপার অপস কনক কুমার, আরআই আব্দুল হক, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ শ্যামল কুমার, আরআরআই সোহরাব হোসেন, আরওওয়ান লিটন, এসআই রাশেদ, এসআই রুহুল কুদ্দুস সহ জেলা পুলিশের উর্ধ্বতন ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।