কেশবপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের কেশবপুর উপজেলা আনছার ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ১২ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৪ সেপ্টেম্বর ত্রিমোহিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শুরু হয়েছে। আনছার ভিডিপি অফিসার দেবাশীষের পরিচালনায় ৫ সেপ্টেম্বর সকালে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এসএম আনিছুর রহমান, প্রধান শিক্ষন বিকর্ন, প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ মন্টু, ইউপি সদস্য ইলিয়াস সবুজ, আলমগীর সিদ্দিক প্রমুখ।