ধুলিহর প্রতিনিধি \ সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুল মাঠে সোমবার ৪৯তম আন্ত স্কুল মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় গাভা দাখিল মাদ্রাসা অনুপস্থিত থাকায় গাভা মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয় দিনের দ্বিতীয় খেলায় ডি বি ইউনাইটেড হাইস্কুল জিফুলবাড়ী দরগা শরীফ আঃ মাদ্রাসাকে ২-০ গোলে পরাজিত করে তৃতীয় খেলায় গোবরদাড়ী দাখিল মাদ্রাসা অনুপস্থিত থাকায় ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসাকে বিজয়ী ঘোষণা করা হয় চতুর্থ খেলায় এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসা ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলকে ৪-৩ গোলে পরাজিত করে দিনের পঞ্চম ও শেষ খেলায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পলী উন্নয়ন উচ্চ বিদ্যালয় (নেহালপুরকে) ২-০ গোলে পরাজিত করে। খেলায় মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন অনেক মাঝি ও সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন সোহাগ ও মিজানুর রহমান।