মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গৃহকর্তা দিনমজুর আজিজুর রহমান বাদী হয়ে ১৪ জনের নাম উলেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে ছন্নত আলী গাজী (৪৩) নামের এক আসামীকে আটক করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বসতবাড়ির জমি জমা নিয়ে আসামিদের সাথে বাদী আজিজুরের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আসামিরা ধারালো দা, লোহার রড, শাবল, হাতুড়ি, লাঠি নিয়ে অনধিকার ভাবে বাদীর তৈরিকৃত বসতবাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী তাণ্ডব চালায়। এক পর্যায়ে অভিযুক্তরা বাদীর ছেলে আবু রায়হান, ফারুক হোসেন সহ তার স্ত্রী ফরিদা বেগমকে রক্তাক্ত জখম করে ও শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক খবির হোসেন জানান, এ ঘটনায় ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে এক আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ১৪ আসামির মধ্যে ৬ জন জামিনে আছে।