এম এম নুর আলম \ আশাশুনিতে ওয়াশ পিএনএস প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রজেক্ট অফিসার শারমিন সুলতানার সঞ্চালনায় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর বাস্তবায়নে সভায় সরকারী, বে-সরকারী এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশ নেওয়ার নির্দেশনা থাকলেও প্রজেক্ট অফিসার এর বিরুদ্ধে কিছু বাহিরের ব্যক্তিদের নিয়ে এসে ও অল্প সংখ্যক সরকারী, বে-সরকারী এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে এ সভা করার অভিযোগ রয়েছে। তার এ কর্ম ঢাকতে ঐসব ব্যক্তিদের জনপ্রতিনিধি বা সরকারী কর্মকর্তা সাজিয়ে হাজিরা শীটেও স্বাক্ষর করিয়ে নিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে দুপুরের খাবার বিতরণেও অনিয়ম এর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানার জন্য প্রজেক্ট অফিসার শারমিন সুলতানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভর হয়নি। এদিকে, প্রকল্পের শুরুতে প্রজেক্ট অফিসার কর্তৃক এমন কর্ম উপজেলার অফিস পাড়ায় সমালোচনার জন্ম দিয়েছে।