কালিগঞ্জ প্রতিনিধি ঃ সাতক্ষীরার জেলা পরিষদের নির্বাচনে পদ প্রার্থীতা ঘোষণা করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী ফাতেমা খাতুন রিক্তা। বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় রিক্তা সাংবাদিকদের বলেন, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে সদস্যা পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে সেভাবে অংশ নিতে পারিনি। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে আমার অংশ নিব। তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেছেন। এসময়ে উপস্থিত ছিলেন তার স্বামী মোস্তফা জাবেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উলাহ বাচ্ছু সাংবাদিক জাহাঙ্গীর আলম, আল নুর আহমেদ ইমন, শিমুল হোসেন, গৌর পদ দাশ, শাহাদাৎ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।