শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে যশোরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত যুবকদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই সাতক্ষীরায় সিপিডির সংলাপে বক্তারা টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী সাতক্ষীরায় কয়েক দিনের ব্যবধানে আবারও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি দেবহাটার সখিপুরে হয়ে গেলো লাঠি খেলার আনন্দ আয়োজন ইসরাইলের ট্যাঙ্ক সহ সামরিক যান ধ্বংস করেছে হামাস কালিগঞ্জে তালের শাঁস বিক্রিতে ব্যস্ত তাল ব্যাবসায়ীরা কালিগঞ্জে বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দৈনিক দৃষ্টিপাতের সদর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করলেন সম্পাদক জি.এম নূর ইসলাম

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এবং গ্রাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক অনেক উচ্চতায় পৌছেছে। বাংলাদেশ একদা স্বাস্থ্য ব্যবস্থায় পিছিয়ে ছিল। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা স্বাস্থ্যে বিশেষ উন্নতিতে পৌছাতে পারেনি কিন্তু সা¤প্রতিক বছর গুলোতে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করেছে। দেশের বিপুল সংখ্যক জনসাধারন উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গেলেও গত কয়েক বছর যাবৎ আমাদের দেশের রোগীরা দেশেই চিকিৎসা গ্রহন করছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এমন উন্নত ও আধুনিক পর্যায়ে পৌছেছে যে দেশেই বর্তমান সময়ে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা পর্যন্ত হচ্ছে। সা¤প্রতিক সময় গুলোতে আমাদের সরকারি চিকিৎসা ব্যবস্থাও অনেক অনেক উন্নত আর এ কারনে দেশের জনসাধারন সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা গ্রহনে বিশেষ ভাবে আন্তরিক। বাংলাদেশের আর্থ সামাজিক পরিবেশ পরিস্থিতি বলেই দিচ্ছে আমাদের দেশের চিকিৎসকরাও রোগীর প্রতি বিশেষ যতœশীল এবং আন্তরিক। কিন্তু সমস্যারও শেষ নেই দেশের বিশেষজ্ঞ চিকিৎকদের একটি অংশ দেশের রাজধানী ঢাকায় থাকতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দবোধ করে। দেশের অধিকাংশ লোক গ্রামে বসবাস করে আর এ কারনে গ্রাম কেন্দ্রীক চিকিৎসা সেবা মজবুত করনের বিকল্প নেই। গ্রামের জনসাধারন যদি যথাযথ ভাবে চিকিৎসা সেবা না পায় তাহলে বাস্তবতা এটাই যে গ্রামের জনসাধারন চিকিৎসা সেবা হতে বঞ্চিত হবে। দেশের চিকিৎসা সেবা উন্নত হওয়ার পাশাপাশি প্যাথলজি ব্যবস্থাও সুসংহত। রোগ নির্ণয়ের ব্যবস্থা অতি আধুনিক এবং সময়পোযোগী যে কারনে দেশের চিকিৎসা ব্যবস্থায় বিশেষ সুবিধা জনক পরিস্থিতিতে আছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যে আলো ছড়িয়েছে সেই অবস্থা অব্যাহত রাখতে হবে একই সাথে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বর্তমান অবস্থান ধরে রাখতে হবে। গ্রামের মানুষ গ্রামে থাকবে এটাই স্বাভাবিক আর এ কারনে গ্রামই হোক সুস্থ স্বাভাবিক সে জন্য চাই গ্রামের মানুষের জন্য সুসংহত চিকিৎসা ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com