কালিগঞ্জ প্রতিনিধি ঃ সাতক্ষীরা নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন। তিনি গতকাল বিকাল ৪টায় নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান থানায় উপস্থিত হলে তাকে কালিগঞ্জ থানার ওসি মোঃ হালিমুর রহমান ও (ওসি তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানা পুলিশ গার্ডঅফ অনার প্রদান করেন। কালিগঞ্জ থানা পরিদর্শনকালে অন্যান্যদরে মধ্যে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজিব খান, পুলিশ (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাশ, কালিগঞ্জ সার্কেলের পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, পরে কালিগঞ্জ থানার কনফারেন্স রুমে সকল অফিসারদের সাথে মত বিনিময় কালে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন আইন শৃঙ্খলা সমন্নত রাখা, মাদক চোরাচালান, বাল্য বিবাহ সন্ত্রাস মুলক কর্মকান্ড রোধ সহ বিভিন্ন অপরাধ মুলক কাজে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার সাথে কাজ করতে হবে। জনগনের সেবক হিসাবে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।