শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৪ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৩৩ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৩ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। গতকাল মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ১৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। গত সোমবার সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪৫ জন। শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ। গত সোমবার শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com