বিশেষ প্রতিনিধি/কালিগঞ্জ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর উপ-শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে নলতা উপ-শাখার ব্যাবস্থাপক বায়েজিদ আহমেদ এর সভাপতিত্বে ফিতা কেটে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর এসইভিপি ও বিভাগীয় প্রধান মানব সম্পাদ বিভাগ শেখ আকতার উদ্দীন আহমেদ। আঞ্চলিক অফিসের প্রিন্সিপ্যাল অফিসার আবতাবুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ন্যাশনাল ব্যাংক খুলনার আঞ্চলিক প্রধান জালাল উদ্দিন প্রমানিক, খুলনা শাখা অফিসের ব্যাবস্থাপক বেলার হোসেন, সাতক্ষীরা শাখা অফিসের ব্যাবস্থাপক ইলিয়াস ইকবাল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা আহছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বে-সরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যাবসায়ি ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।