বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। এদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল দেশের জনসাধারনের জীবন জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে থাকে কৃষি। এক কথায় আমাদের দেশের কৃষকদের উৎপাদিত কৃষি পন্যের কল্যানেই কেবল মাত্র দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে একই সাথে খাদ্য ঘাটতি রোধ হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে সা¤প্রতিক বছর গুলো অবশ্য আমাদের দেশ শিল্প প্রধান দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। স্বাস্থ্য বহিঃবিশ্বে বাংলাদেশের শিল্প প্রধান দেশ হিসেবে পরিচিতি পাওয়ার অন্যতম কারন হিসেবে যে বিষয়টি বিশেষ ভাবে উলেখ্য তা হলো আন্তর্জাতিক বাজারে আমাদের দেশে উৎপাদিত শিল্প সামগ্রীর উপস্থিতি। আমাদের দেশ প্রতি বছর বহুবিধ শিল্প সামগ্রী বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে যেমন বাংলাদেশকে শিল্প উন্নত বা শিল্প প্রধান দেশ হিসেবে পরিচিতি ঘটিয়েছে একই সাথে আমাদের দেশ প্রতি বছর শিল্প সামগ্রী রপ্তানী করে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে। বিশ্বের দেশে দেশে বাংলাদেশ শিল্প প্রধান দেশ হিসেবে পরিচিতি পাওয়ার আরও অন্যতম কারন হলো আমাদের দেশের উৎপাদিত শিল্পের গুনগত মান অনেক অনেক উচুতে যা আধুনিক শিল্প উন্নত দেশ গুলো অপেক্ষা কোন ভাবেই কম নয়। কিছু কিছু উন্নত ও আধুনিক দেশ আমাদের গুলোও আমাদের দেশের উৎপাদিত শিল্প সামগ্রীর আমদানী করে থাকে। নিকট অতীতের অর্থাৎ কয়েক বছর পূর্বেও আমাদের দেশের অভ্যন্তরীন প্রয়োজনে বিশ্ব বাজার হতে উৎপাদিত শিল্প সামগ্রী আমদানী করতে হতো। কিন্তু বর্তমানের চিত্র সম্পূর্ণ ভাবে ভিন্ন। বর্তমান সময় গুলোতে বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত পণ্য কেবল খাচ্ছে তা নয় অতি গ্রহন যোগ্যতায় পুর্ণতা পেয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটাই বাস্তবতা। সব কিছুর পরও আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কারন কৃষি যদি না থাকে তাহলে খাদ্য শষ্য কোথা থেকে আসবে আর এ জন্য নিশ্চিত ভাবেই বলা যায় আমাদের দেশ কৃষি নির্ভর এবং কৃষি উপযোগী দেশ।