শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দল পরিদর্শন করছেন শ্যামনগরে উপকূলীয় এলাকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার উপকূল জনপদে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দল। গতকাল ৬ সেপ্টেম্বরে মঙ্গলবার সকাল১০ টা থেকে উপজেলার মুন্সিগঞ্জ ধানখালী কুলতলী সি এন আর এস বাস্তবায়িত জি ফোর সি আর প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এলাকায় এক ফসলি জমিতে একাধিক ফসল উৎপাদনে খাল ও পুকুর খনন কার্যক্রম পরিদর্শন কালে এলাকার উপকারভোগী কৃষক ও এডভোকেসি দলের সদস্যদের সাথে কথা বলেন। মুন্সীগঞ্জ ইউনিয়নের কৃষক ভিত্তিক সকল খাল গুলি খনন করে কৃষি কাজের আওতায় নিয়ে আসা, পানি নিষ্কাশনের খাল খনন করা, এলাকায় সুপেয় পানির সংকট নিরাশনের জন্য আর প্লান্ট সহ পানির ড্রাম ব্যবস্থা করনের জন্য দাবী করেন। এলাকায় বাসীর পক্ষে বীর মুক্তিযুদ্ধা স্বপন কুমার হালদার, সংরক্ষিত ইউ পি সদস্য নারী (প্যানেল চেয়ারম্যান) নীপা চক্রবতী, সদস্য হরিদাস হালদার, এডভোকেসি টিম লিড পীযুষ বাউলিয়া পিন্টু। সিএন আর এস সাইড অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান ওয়ার্ল্ড ব্যাংক প্রতিনিধি দল আজ থেকে ২ দিন অবস্থান করবেন। আজ বিকাল ৪ টার গাবুরা, বুড়িগোয়ালিনী ইউনিয়নের নদীর ঝুঁকি পূন বেড়ীবাঁধ এলাকা পরিদর্শন করবেন। এছাড়া জি আর এস প্রকল্পের বাস্তবায়িত নদীর চর বনায়ন কমসূচী দেখবেন। আজ সন্ধায় সুশীলন টাইগার পয়েন্টে রাজনৈতিক ব্যক্তি, চেয়ারম্যান দ্বয় সহ উপজেলা প্রশাসনের সাথে উপকুলের সমস্যা নিয়ে মতবিনিময় করবেন। সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সিএনআরএস এর নিবাহী পরিচালক ড. এম মোখলেছুর রহমান, স্বরন কুমার চৌহান, নাজিমুদ্দিন, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিনিধি বুশরা নিশাত, জনওয়াজুয়াটু, শৈলেস নাগর, জোনার মিনাতেলি­, ইনান ঝ্যাং, সঞ্জয় গুপ্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com