স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা ২০২২ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম ও অপস) কনক কুমার, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সদর থানার ওসি এসএম কাইয়ুম, এনডিসি মোঃ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিল টিটো, সাতক্ষীরা প্রেসক্লাবের সাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, পৌর কাউন্সিলর অনিমা রাণী, রাবেয়া পারভীন, বাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, জেলা শিল্পকলা একাডেমির সাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরি সরদার, সমির কুমার বসু সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে বটবৃক্ষের নিচে মনসা পূজার মধ্য দিয়ে শুরু হয় প্রাচীন লোকজ সংস্কৃতি গুড়পুকুরের মেলা। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেলা সার্বিক সহযোগিতা করবে সাতক্ষীরা পৌরসভা। আগামী ১৮ সেপ্টেম্বর মেলা শুরু হবে চলবে দুই সপ্তাহ।