শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

এবার সাফে মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলে জয়ের পর মালদ্বীপের বিপক্ষে জিতেছে ৫-০ গোলে। নিশ্চিত করেছে সেমিফাইনাল। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমেই লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটে গোল করেন দলের নাম্বার টেন ফয়সাল। প্রথমার্ধে লিড ২-০ করে নেয় বাংলাদেশ। মালদ্বীপকে আক্রমণে ওঠার সুযোগ না দিয়ে ৩৮ মিনিটে গোল করেন মোরশেদ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে তৃতীয় গোল পায় লাল-সবুজের কিশোর প্রতিনিধিরা। গোল করন মিরাজুল। ওই ধাক্কা সামলে ওঠার আগেই অনূর্ধ্ব-১৭ মালদ্বীপ দলের জালে ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন মিরাজুল। এরপর যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বয়সভিত্তিক দলে নিয়মিত ভালো খেলে আশা দেওয়া এই তরুণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com