এফএনএস: খুলনার খালিশপুরে কিশোরী ধর্ষণ মামলায় ৫ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুলাহ ও মোহন। এর মধ্যে সোহেল, আব্দুলাহ ও মোহন পলাতক। একই সঙ্গে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক আবদুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। মামলায় দুইজন আসামি উপস্থিত থাকলেও তিনজন পলাতক রয়েছেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল (পিপি) ফরিদ আহমেদ। এর আগে, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন। আসামিরা চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ির পাশে ফেলে গিয়ে কিশোরীটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধামকি দেন আসামিরা। এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নামোলেখ করে ও তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মা। একই বছরের জুনে কাজী রেজাউল করিম ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জন সাক্ষী দেন।