বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে ৪৯তম আন্তঃস্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল খেলায় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করা হয়। উদ্বোদনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা ফুটবল দল ও খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। খেলায় গুনাকরকাটি মাদ্রাসা দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। ২য় খেলায় শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় দল ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল অংশ নেয়। শরাফপুর স্কুল ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। ৩য় খেলায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যাললয় ও দিঘলারআইট মাধ্যমিক বিদ্যালয় অংশ নেওয়ার কথা থাকলেও বিছট স্কুল দল অংশ না নেওয়ায় দিঘলারআইট স্কুলকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী ঘোষণা করা হয়। দিনের ৪র্থ খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ও খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় এবং ১-০ গোলের ব্যবধানে খাজরা স্কুল জয়লাভ করে। খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর কুমার বাছাড় দিপু, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।