বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত এ নির্বাচনে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রথম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের গাজী দ্বিতীয় ও ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি কবির তৃতীয় নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ইউপি চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে গোপন ব্যালেটের মাধ্যমে ১২জন ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর ১০ ভোট পেয়ে এক ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের গাজী ২ ভোট পেয়ে দুই নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিন নম্বর প্যানেল চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে লটারী পদ্ধতিতে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি কবির বিজয়ী হন। সৌহদ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ ও ইউপি সচিব সেরাজুর রহমান। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।