বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ানের মুকুন্দ মধুসুদনপুর আই, পি, এম কৃষি ক্লাব ও মিশুক কৃষি সমবায় সমিতির উদ্যোগে সিড ভিলেজ পরিদর্শন ও কৃষি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বিষ্ণুপুর ইউনিয়ন উপ – সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও আই, পি,এম কৃষি ক্লাবের সভাপতি আশেক ইকবাল পাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডোনাল গ্রীনবার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন আবুল বাশার, রেজাউর রহমান, ডাইরেক্টর (ই.অ.উ ঈ) জামাল ফারুক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, ডাঃ শ্যামল চক্রবর্তী, নুরজ্জাম প্রমুখ। এ সময় আই, পি, এম কৃষি ক্লাব, ও মিশুক কৃষি সমবায়ের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।