বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা পর্যায়ে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন (বালিকা) ফুটবল খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ সরকারি নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নওয়াবেঁকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। উক্ত খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ।