বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর প্রেয়াস সমবায় সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের বাসায় তাহার সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশতলা বাজার শাখার এজেন্ট ব্যাংকিং ও ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক শেখ রফিক উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় সমিতির হিসাব রক্ষক নাসিমা পারভীন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, শিক্ষক জাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, ইদ্রিস আলী, আব্দুর রহমান, আশিক ইকবাল পাপ্পী, জাহাঙ্গীর আলম, প্রমুখ।