রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ইতালি যাওয়ার পথে ভ‚মধ্যসাগরে নৌকাডুবিতে আটজনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ইতালি যাওয়ার পথে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপক‚লে অভিবাসীবোঝাই নৌকা ডুবে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের। স্টেট মোনাস্টির রেডিও’র বরাতে রয়টার্স জানায়, ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করার গত বৃহস্পতিবার তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত আটজন অভিবাসীর মৃত্যু এবং ১৫ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া উপক‚লরক্ষীরা মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরে ডুবে যাওয়া নৌকায় থাকা ১৪ অভিবাসীকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ঐ নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী বহন করা হচ্ছিল। একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, নৌকাটি চলতি সপ্তাহে স্ফ্যাক্স অঞ্চলের এল আওয়াবেদ উপক‚ল থেকে যাত্রা করেছিল। নৌকায় থাকা অধিকাংশ অভিবাসী তিউনিসিয়ান বলেও জানান এ কর্মকর্তা। রয়টার্স বলছে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে অভিবাসীদের কাছে স্ফ্যাক্সের উপক‚লরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট বা কেন্দ্র হয়ে উঠেছে। সা¤প্রতিক মাসগুলোতে তিউনিসিয়ার উপক‚লে বহু মানুষ ডুবে গেছে। তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালিতে পাড়ি দেওয়ার চেষ্টার ঘটনাও অনেক বেড়েছে। এ ছাড়া সা¤প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ বিপজ্জনকভাবে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়েছেন। গত এপ্রিল মাসের শেষের দিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপক‚লীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ২০২১ সালে অন্তত ১৫ হাজার অভিবাসী অবৈধভাবে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপক‚লে পৌঁছেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যান অনুযায়ী, অবৈধভাবে ভ‚মধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৯৫ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com