শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত আকবর আলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: অর্থনীতিবিদ ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। গতকাল শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়। এ সময় তার পরিবার ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে গুলশান-১ আজাদ মসজিদে জুমার নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জানাজায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. জাফরুল­াহসহ আকবর আলি খানের আত্মীয়স্বজন ও হাজারও সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com